লাশ

মৌসুমী চক্রবর্তী ষড়ঙ্গী

মেয়েটা নিশ্চল শুয়ে আছে, আজ আর তাকে নাই দোষ দিলে

অহেতুক চাহিদাপত্র গুলো সবই ছিঁড়ে দিয়ে গেছে
শবব্যবচ্ছৠদ করে কি খুঁজবে?
কতটা বন্ধন ছিল, অথবা কতটা মুক্তি!

বর্ণহীন ফর্ম্যালিন ের ঝাঁঝালো গন্ধে
বাতাসও দাঁতে দাঁত চেপে জানান দিচ্ছে
তার ক্রোধের কথা, নির্ভয়ে প্রশ্ন করছে,
'পঞ্চম মাসের গর্ভিণীর মুখে কী ঢেলেছিস?
পঞ্চামৃত নাকি বিষ?'

নিলাজ নিয়মে ভাঙছে আয়ু, আর আমার দু চোখ জুড়ে দাউদাউ!

ফেসবুক মন্তব্য